বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে অসুস্থ স্বামীকে স্যালাইনে কেরোসিন মেশিয়ে দ্বিতীয় স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম হাজী মো. তোরাব আলী (৬৫)। তিনি উপজেলা শহরের পুরানবাজারের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তোরাব আলীকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় উপজেলা শহরে তোলপাড় সৃস্টি হয়েছে। দ্বিতীয় স্ত্রী সাজনা বেগম স্যালাইনে কেরোসিন মেশিয়ে স্বামীকে হত্যা করেছেন বলে মানুষের মুখে মুখে চাউর হয়ে গেছে। এ ঘটনার পর থেকে উৎসুক জনতা নিহতের বাসায় ভিড় করছেন।
বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে নিহতের পরিবার জানায়।
তোরাব আলীর দ্বিতীয় স্ত্রী সাজনা বেগমের উপর অভিযোগ রয়েছে, নিয়মিত তার যন্ত্রনায় অতিষ্ট ছিলেন স্বামী তোরাব আলী। দীর্ঘদিন ধরে স্বামী তোরাব আলী দ্বিতীয় স্ত্রী সাজনা বেগমের মনমালিন্য ছিল। গত কয়েক দিন পূর্বে তোরাব আলী সাজনা বেগমকে তালাক দেন। পরে আবারও সংসার শুরু করেন তোরাব আলী। তোবার আলীর রয়েছে দুই স্ত্রী চন্দ্রবান বিবি ও সাজনা বেগম। প্রথম স্ত্রীর ১ ছেলে ১ মেয়ে আর দ্বিতীয় স্ত্রী সাজনা বেগমের রয়েছে ২ ছেলে ১ মেয়ে।
নিহতের ছেলে আবদুর রহমান জানান, বাবা অসুস্থ থাকায় স্থানীয় ডাক্তাদের পরামর্শে তার শরীরের একটি স্যালাইন দেয়া হয়। স্যালাইনটি পুশ করার কিছু সময় পর আমি বাসা থেকে জরুরী কাজে বাজারে আসি। প্রায় আধাঘন্টা পর বাসায় গিয়ে দেখতে পাই স্যালাইনের ওপরে কিছু অংশ কাটা রয়েছে।
স্যালাইন কাটার বিষয় জানতে চাইলে বাবা বলেন, সৎ মা (তোবার আলীর ২য় স্ত্রীর) সাজনা বেগম (৩০) এসে স্যালাইন কেটে গেছে। এর কিছুক্ষণ পর তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে সিলেট নগরের নর্থইষ্ট মেডিকেল কলেজে নিয়ে গেলে বিকাল সাড়ে তিনটায় তিনি হাসপাতালে মৃত্যু বরণ করেন। নিহতের ছেলে আরও বলেন, নর্থইষ্ট মেডিকেল কলেজের ডাক্তাররা জানান, স্যালাইনের কেরোসিন মেশিয়ে বাসায় যে স্যালাইন দেয়া হয়েছে এর মধ্যে কোরোসিন দেয়া হয়েছিল। ওই স্যালাইনে বিষক্রিয়া থাকায় মৃত্যু হয়েছে বলে তারা জানিয়েছেন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন বলে তিনি জানান।
এব্যাপরে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. রফিকুল হোসেন সাংবাদিকদের বলেন, স্যালাইনের ভিতরে কোরোসিন দিয়ে হত্যার অভিযোগ শুনেছি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।