মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা বেবিটেক্সি সমবায় সমিতির অফিস পরিবহন শ্রমিক লীগের নেতারা দখল করার প্রতিবাদে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অটোরিকশা ও বেবিটেক্সি চলাচল বন্ধ রয়েছে।
আঞ্চলিক সড়কেও অটোরিকশা বেবিটেক্সি না পেয়ে যাত্রীরা অনেক কষ্ট করে উপজেলা সদরে আসতে দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা বাস স্ট্যান্ড ছিল অনেকটা ফাঁকা। হঠাৎ করে অটোরিকশা ও বেবিটেক্সি বন্ধ হয়ে যাওয়ায় চড়ম দুর্ভোগে পড়েছে উপজেলার কয়েক হাজার মানুষ। নিজেদের অফিস ফিরে পাওয়ার দাবিতে প্রতিবাদ সভা করেছে উপজেলা বেবিটেক্সি সমবায় সমিতি।
বুধবার (২৯ জুলাই) দুপুরে পশ্চিম মাধবপুর এলাকায় বেবিটেক্সি সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলাই মিয়া, সাধারণ সম্পাদক জামাল মিয়া, সহসভাপতি মানিক মিয়া, সমিতির সদস্য পায়েল মিয়া, জসিম উদ্দিন, খালেক মিয়া, কামাল মিয়া, মিনহাজ উদ্দিন, জাহিদুর রহমান, মনির মিয়া, সেনু মিয়া, বাবুল মিয়া, সেলিম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন আমাদের অফিস ফিরে না পাওয়া পর্যন্ত অটোরিকশা ও বেবিটেক্সি চলাচল বন্ধ থাকবে।
এসআই মমিনুল ইসলাম জানান, বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিষয়টি নিষ্পত্তি করার জন্য একটি সভা হবার কথা রয়েছে।