হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে আনোয়ারপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ব্যবসা প্রতিষ্টান ভাংচুর ও প্রেট্রোল বোম নিেেপর অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর থানার ওসি তদন্ত বিশ্বজিৎ সহ একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মিন্নত আলীর সাথে একই গ্রামের নুরুল ইসলাম ও আয়াত আলীর বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার নরুল ইসলামসহ একদল লোক মিন্নত আলীর উপর হামলা চালায়। এতে উভয় পরে লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আশে পাশের গ্রামের লোকজন যোগ দেয়। এসময় কয়েকটি প্রেট্রোল বোম নিক্ষেপ করে।
গুরুতর আহত অবস্থায় জয়নাল মিয়ার স্ত্রী ছালেহা বেগম (২৫), তোফাজ্জল হোসেন (৩৫), মিলাদুল ইসলাম (৩৫), রাজু মিয়া (২০), নাজমুল (১৫) তায়েব (১৫), মিন্নত আলী (৫০), তরিকুল ইসলাম (১৫), মিয়া হুসেন (২৫) ও উসমান গণি কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।