সৌদিআরব প্রতিনিধি : সৌদিতে সাম্প্রতিক সময়ে মেয়েদের মৌখিক ও শারীরিকভাবে হয়রানির মাত্রা বেড়ে গেছে। আর তাই নিজেদের রক্ষা করতে সৌদি নারীরা মার্শাল আর্ট শিখতে শুরু করেছে বলে আরব নিউজ সুত্রে জানাযায়। যদিও অনেকেই এর বিরোধীতা করছেন। তাদের দাবি মার্শাল আর্ট নারীদের সাথে যায় না।
মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের কোচ আমানি ইয়াচিন বলেন, সৌদি নারীরা নিজেদের হয়রানি থেকে রক্ষা করতে মার্শাল আর্টে আগ্রহী হচ্ছে। এছাড়া এটি স্বাস্থ্যের জন্যও ভালো।
এক তরুণী বলেন, এটি একটি দারুণ শারীরিক ও বুদ্ধির খেলা। এটি মেয়েদের নিজেদের রক্ষা করার সবচেয়ে ভালো উপায়। এখন আর আমি ভয় পাই না কেননা আমি নিজেকে রক্ষা করতে শিখছি। আমি এটি খুব উপভোগ করছি এবং মনে করি প্রত্যেক মেয়েরই এই কোর্সে ভর্তি হয়া উচিত।
সামাজিক গবেষক মাসুমা আব্দুল রিদা এর বিরোধীতা করে বলেন, নারীরা নৈতিক শিক্ষা, ভদ্র পোশাক ও জনবহুল স্থান এড়িয়ে চললেই নিজেদের রক্ষা করতে পারে। মার্শাল আর্ট কোন সমাধান হতে পারে না এবং নারীরা হয়রানিকারকদের মোকাবেলা করাটাও আমি সমর্থন করি না।
মোনা আল বরী নামের এক নাগরিকও নারীদের আত্মরক্ষার এ কোর্সের বিরোধীতা করে বলেন, সমাজ এই ধারনাটি কোনভাবেই গ্রহণ করতে পারবে না। কেননা এটি মোটেও নারীদের সাথে সংগতিপূর্ণ নয়। বরং আমি মেয়েদের জনবহুল স্থানে না যেতে পরামর্শ দিব।
সূত্র: আরব নিউজ