স্টাফ রিপোর্টার ঃ চন্দ্রছড়ি সাহেব বাড়ির মরহুম ইলিয়াস আলী বদর মিয়া সাহেবের নাতি সৈয়দ আলআমিন সাহেবের অবস্থা গুরুতর। খবর নিয়ে জানা যায়, গত ২৪শে জুলাই রোজ শুক্রবার রাত ১০টায় চন্দ্রছড়ি ইয়াহিয়া বখত কুতুব মিয়ার বাড়িতে রাস্তায় জায়গা সংক্রান্ত ব্যাপারে সৈয়দ আব্দুল মালিক মানিক মিয়া সাহেবের সভাপতিত্বে এক বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে সৈয়দ আলআমিন সাহেবকে দাওয়াত করা হলে তিনি তার মুরিদানদের সাথে নিয়ে উক্ত বৈঠকে হাজির হন। বৈঠকে আলোচনা শুরু হলে সৈয়দ আলআমিন সাহেবের নিকট জানতে চাওয়া হয় তিনি কিভাবে ওই রাস্তাটি ভোগদখলে আছেন। তখন তিনি জানান বিগত ৩৫বছর পূর্বে আমার নানা মরহুম সৈয়দ ইলিয়াস আলী বদর মিয়া সাহেব উনার ভাই লাল মিয়া সাহেবের সাথে হাইকোর্টের রায় ও কোর্ট কর্তৃক দখলের মাধ্যমে উনার বসতবাড়ি ও বাড়ির রাস্তা ফিরে পান। প্রয়োজনে আমাকে সময় দেওয়া হলে উক্ত হাইকোর্টের রায়ের কাগজ বৈঠকের সবাইকে দেখাতে পারব। তখনই লাল মিয়া সাহেবের পুত্র কুতুব মিয়া সাহেব বিশ্রি ভাষায় গালাগাল দিয়ে বলেন, উক্ত বাড়ির মালিক আমরা তুই না; বলেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিছু সংখ্যক মুখোশধারী সন্ত্রাসীকে আলআমিন সাহেব ও উনার মুরিদানদের উপর আক্রমণ করার জন্য হুকুম দেন। তখনই উক্ত বৈঠকের আলো নিভিয়ে তাদের উপর বিভিন্ন প্রকার দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চন্দ্রছড়ি গ্রামের মরহুম সৈয়দ মকবুল মিয়ার পুত্র সৈয়দ মিল্লাদ মিয়া, মরহুম চিনি মিয়ার পুত্র সৈয়দ জানে আলম, মরহুম সৈয়দ আব্দুল আজিজের পুত্র সৈয়দ ওয়াহেদ মিয়া, মরহুম সৈয়দ ছুরুক মিয়া পুত্র সৈয়দ ছাদেক মিয়াসহ সৈয়দ আহমেদ জামিল, মোঃ রমজান মিয়া, কুদ্দুস, মোকলেছ, তাজুল, উমর আলী, আইয়ুব আলী, চান্দু মিয়া, আওয়াল, ফুল মিয়া, রাসেল, বাহার চৌধুরী, সাজ্জাদ, আজাদ, ফুরুক, হেলাল ও বেলাল পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের উপর হামলা চালায়। উক্ত হামলায় গুরুতরভাবে আহত অবস্থায় সৈয়দ আলআমিন সাহেব, সৈয়দ বদরুল আলম হৃদয় সাহেব সহ বনগাও গ্রামের মোঃ আব্দুল আলী, মোঃ জসীম, আব্দুর রউফ, সফর আলী, মোঃ ছায়েদ আলী, মোঃ কালাম, মোঃ শফিক আলী, মোঃ আনোয়ার আলী, মোঃ জবান আলী, সুঘর গ্রামের মোঃ মধু মিয়া, মোঃ হোসেন আলী, মোঃ মরম আলী এবং কালাপুর গ্রামের মোঃ আব্দুস শহীদ গুরুতর আহত অবস্থায় ওইদিন রাত ১ঘটিকায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সৈয়দ আলআমিন সাহেব ও জসীমকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মস্তিকে রক্তক্ষরণজনিত কারণে বর্তমানে আলআমিন সাহেবের অবস্থা দিনদিন অবনতির পথে যাচ্ছে। উনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।