নিজস্ব প্রতিনিধি: গুড়ি গুড়ি বৃষ্টিতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। শুক্রবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রীজের নিকট ট্রাক ও যাত্রীবাহি বাসের সংঘর্ষে মহিলাসহ ১৫ যাত্রী আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার সুতাং ব্রীজের নিকট ঢাকাগামী মামুন পরিবহন নং ঢাকা মেট্রো-ব ১১-৩৯৫৬ উল্লেখিত স্থানে পৌছলে দাড়ানো অবস্থায় পাথর বোঝাই একটি ট্রাক নং- ঢাকা মেট্রো ট-১১-৩৭১৪ এর পেছনে ধাক্কা দেয়।
এসময় বাসটি দুমড়ে মুচড়ে উল্টে যায়। এতে উল্লেখিত যাত্রী আহত হয়।
গুরুতর আহতাবস্থায় সুনামগঞ্জের দিরাই উপজেলার কাশিপুর গ্রামের মৃত জমশেদ আলীর স্ত্রী হাজেরা বেগম (৫০) এর পা দুটি ভেঙ্গে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকীদেরকে হবিগঞ্জ ও মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই অনন্ত কুমার সরকার দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস আটক করেন। কিন্তু চালক পালিয়ে যায়।