নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে এক মাসে বিভিন্ন মামলার ৫৬০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্রে জানা যায়, জুলাই মাসের ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত তারা গ্রেফতার করেছেন মোট ৫৬০ জনকে।
গ্রেফতারদের মধ্যে ৩৬৮ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত এবং ১৯২ জন নিয়মিত মামলার আসামি।
এদের মধ্যে মাধবপুরে ১৫০ জন, নবীগঞ্জে ১১৬ জন, বানিয়াচংয়ে ৮৩ জন, চুনারুঘাটে ৪৯ জন, লাখাইয়ে ৪৩ জন, বাহুবলে ৪১ জন, সদরে ৩৪ জন, আজমিরীগঞ্জে ৩৫ জন এবং শায়েস্তাগঞ্জে ৯ জন আসামিকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আমরা শুধু এক মাসের জন্য এ অভিযান পরিচালনা করিনি। অপরাধীদের ধরতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।