বিশ্বনাথ প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা সদরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নতুনবাজারস্থ মেসার্স রহিম ব্রাদার্স-এ মৎস্য ও পশু আইন ২০১০ এর ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া নতুনবাজার ও পুরানবাজারে মৎস্য হাটে মাছে ফরামালিন পরীক্ষা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুহেল মাহমূদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বিশ্বনাথ থানার এসআই মনসুর মির্জা।