নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রাক্তন কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ রায় ঘোষণা করা হবে।
সোমবার ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবিনা ইয়াসমিন মুন্নি রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২০ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনাল অপেক্ষমাণ রাখেন। একই সঙ্গে কায়সারের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।