মাধবপুর প্রতিনিধি : “দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরব দেশ ” এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা চত্বরে মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কৃষি কর্মকর্তা আতিকুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রচার সম্পাদক এরশাদ আলী, সহকারী কৃষি কর্মকর্তা ঋষিকেশ ভট্টাচার্য্য, জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলী মোল্লা, প্রেসক্লাব সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ। মেলায় ১১টি স্টলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি চারা রয়েছে।
এছাড়া বিলুপ্ত প্রজাতির বিলেতি গাব, কদবেল, টেংকল, নেপালী মাল্টা, কেপসিকাম, সাতকড়া, জারালেবু, জারিলেবু, জালালেবু ও জিরালেবু সহ ৩০ প্রজাতির ফল প্রদর্শিত হচ্ছে।