নিজস্ব প্রতিনিধি ,হবিগঞ্জ :হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু ‘দলের ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
শনিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর, দোকান পাট ভাংচুর ও লুটপাট হয়। এসময় হবিগঞ্জ-লাখাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের আইনজীবি সহকারি আশিক মিয়ার সাথে এনামুল হকের দীর্ঘদিন ধরে আধিপত্য ও জমি নিয়ে বিরোধ চলছিল। তাদের মধ্যে ইতোপূর্বে বেশ কয়েকবার বাক বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
শনিবার ওই সময় এনামুল হক আশিককে গালমন্দ করলে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
গুরুতর আহতাবস্থায় কামাল মিয়া (২৫), রং বাহার (৪০), আবিদা (৩৫), তাহেরা (২০), মাসুক (৩৫), ফেরদৌস (২৫), রফিক (২০), মাতব্বর হোসেন (৩০), কদ্দুস (২৫), সাইকুল (২০), সুমাইয়া (২৬), হারিছ (৬০), সাইদুর (২০), উজ্জল (১৭), এনামুল (২৫), সালেহা (৪৫), আশিক (৩৫), মানিক (২৫), মাহফুজ (১৮), জুয়েল চৌধুরী (৩২), রাসেল (১৬), লাউছ (২০), রফিক (৩২), শাহ আলম (২২), ফুরুক (৩৫), সুরুক (৬০), সফিক (৩০), জাকারিয়া চৌধুরী (২৫), পাভেল চৌধুরী (২৩), রাবেয়া (২০), শাকিদ (২২), জালাল (২৪), আফজল (১৭), মিনারা খাতুন (৫০), মফিজা বেগম (২০), জলিল (১৭) ও হামিদ (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকীদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে আহতদের অভিযোগ উত্তেজনা চলছে। যে কোন সময় আবারো সংঘর্ষ হতে পারে।