নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ :আবারো সরকারি বৃন্দাবন কলেজে বহিরাগত ছাত্র লীগ বনাম কলেজ ছাত্র লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ছাত্র লীগ কর্মী এনামুল ও রুমেলের সাথে উমেদনগর এলাকার বহিরাগত ছাত্র লীগ কর্মী ঝুনু, মিনহাজ, মিলুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার ওই সময় উভয়পক্ষের কর্মীরা রামদা, পাইপ, স্ট্যাম্প, চেইন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা আতংকগ্রস্থ হয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ কর্তৃপক্ষকে জানালেও অধ্যক্ষ কাজী বদরুজ্জামান প্রশাসনকে না জানিয়ে নিরবতা পালণ করেন। এক পর্যায়ে আতংকগ্রস্থ শিক্ষার্থীরাই পুলিশকে খবর দিলে এসআই ওমর ফারুক ও ওয়াহেদ গাজীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এসময় কলেজ ক্যাম্পাসে তল্লাশী চালিয়ে ৩টি রামদা, ৫টি লোহার পাইপ, একটি চেইন ও ২টি স্ট্যাম্প উদ্ধার করেন। পুলিশ জানায়, বারবার প্রেন্সিপাল স্যারকে ফোন দেয়ার পরও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে সাংবাদিকরাও ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
অভিযোগ উঠেছে, ওই কলেজে নতুন অধ্যক্ষ যোগদানের পর থেকেই কলেজে সংঘর্ষের ঘটনা বেড়ে চলছে। এ নিয়ে ১ সপ্তাহে ২/৩ টি ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটলেও কলেজের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা কারাগারের সাবেক জেল সুপার নরশেদ আলম ভূইয়াও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ জরুরী ফোন রিসিভ না করায় কারাগারে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে তাকে বদলী করা হয়।
সুশীল সমাজ মনে করছেন, শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের শিষ্য পদে আসীন থেকে ফোন রিসিভ না করার মতো কান্ডজ্ঞানহীন কাজ কাম্য নয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।