বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, উন্নয়ন কে করেছে জনগণ ভাল করে জানে। নেইম প্লেইট লাগিয়ে উন্নয়ন দেখানোর দরকার নেই। কয়েকদিন পরে ভেঙ্গে গেলেই শেষ হয়ে যায়। জনগনের নেইম প্লেইট হবে আসল নেইম প্লেইট। তিনি বলেন, গত এক বছরে নির্বাচনী এলাকায় প্রায় ৩৬ কোটি টাকার উন্নয়ন করেছি। কোথাও নেইম প্লেইট লাগাইনি।
সংসদ সদস্য আরো বলেন, আমি সব সময় এলাকার উন্নয়নের স্বপ্ন দেখি। আর সেই লালিত স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমি এলাকার উন্নয়ন কাজ করি, আর সেই কাজের উদ্বোধনের দাবিদার থাকের অন্য বক্তি। আমি আমার নামের নয়, সব সময় এলাকার উন্নয়নের স্বপ্ন দেখি। তাই এলাকার উন্নয়নে সকলের সহযোগীতা প্রয়োজন।
গতকাল শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জানাইয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আয়না মিয়ার সভাপতিত্বে ও নূরুল হক মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জানাইয়া গ্রামের কৃতিসন্তান ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিন, জানাইয়া গ্রামের বিশিষ্ট মুরব্বি আব্দুল হক, আয়ূব আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবু বকর সিদ্দিকী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আব্দুল কাদির, আব্দুল আলিম,আব্দুল মনাফ, শফিক মিয়া, তাহির আলী, নাজিরউদ্দিন, ছমির আলী, মো. শফিক মিয়া, মারুফ আলী, শফিক আলী, শরিয়ত আলী, জেলা জাতীয় পার্টি নেতা রফিকুল আলম লালু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক সিতাব আলী, মনোহর আলী, জয়নাল আবেদীন, এ.কে.এম দুলাল, সুমন আহমদ সুনন, জাপা নেতা শরিফউদ্দিন, নাজমুল ইসলাম, উপজেলা যুবসংহতির আহবায়ক নাছিরউদ্দিন, ছাত্র সমাজ নেতা অবূর্ব, লিক্সন, মারুফ প্রমুখ।