এস আর রুবেল মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কাউন্সিলর পদে চুনারুঘাট আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদারের ছেলে, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটনের ছোট ভাই ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন মিলন (উটপাখি) প্রতীক নিয়ে ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। এতে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। কামাল উদ্দিন মিলন (উটপাখি) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আছকির ভান্ডারী (পানির বোতল) প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৬ ভোট, অপর প্রতিদ্বন্ধী পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মিয়া (পাঞ্জাবী) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৪ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ১০২৮টি, সর্বমোট ভোট গ্রহণ হয়েছে ৮১০টি, বাতিল ভোটের সংখ্যা ২১টি। উল্লেখ্য যে, গত ৬ মে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিয়ার অকাল মৃত্যুতে এ উপ- নির্বাচন অনুষ্ঠিত হয়।