নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর শহরে যে পানি সরবরাহ করা হচ্ছে তা শ্যাওলা ও দুর্গন্ধযুক্ত। ফুটিয়েও গন্ধ দূর করা যাচ্ছে না। আর কোনও কোনও এলাকায় পানিতে ক্লোরিন বা ব্লিচিং জাতীয় পদার্থের পরিমাণ এতোটাই বেশি যে তা মুখে দিলে পানি পানের রুচি চলে যাচ্ছে।
এছাড়া, শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় অবস্থিত পৌরসভার পানি লোহ দূরীকরণ প্রকল্পে উপরে কোন ঢাকনা না থাকায় ধূলা-বালি, গাছের পাতা, পাখি, কাকের মলসহ মশা মাছির বংস বিস্তার ও ঘটেছে সেখানে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, পানির নামে আমরা কি খাচ্ছি কেউ একবারো কি ভেবে দেখেছি? পৌরসভা কর্তৃক সরবরাহকৃত পানি ঘোলাটে ও নোংরা হওয়ায় পরিচ্ছন্ন করে খাওয়ার চেষ্টা করছেন তারা। যদিও কাজের কাজ কিছুই হচ্ছে না। পরিবারের সদস্যরা নানাবিদ পেটের পীড়ায় আক্রান্ত হচ্ছেন। গোসলের পর শরীর চুলকানো ও চুল পড়ে যাবার ঘটনা ঘটছে। পানি মুখে দিয়ে কুলি করতে পারছেন না। ওজুও করতে হয় টিউবওয়েলের পানি দিয়ে।
ভুক্তভোগীরা আরো অভিযোগ করেন,-পৌরসভার পানি থেকে আসা ক্লোরিনের তীব্র গন্ধ থেকে এমন পরিস্থিতি হয়েছে যে তাদের পান করাতো দুরের কথা ব্যবহার করা যাচ্ছে না।
রবিবার সরজমিনে গিয়ে দেখা যায়, উল্লেখিত পানি লোহ দুরীকরণ প্রকল্পের দৈণ্যদশার চিত্র। দেখে বুঝা যায়, অনেক দিন ধরে পরিস্কার করা হচ্ছে না। এছাড়া মাটির নীচ দিয়ে টানা পানির পাইপগুলো ফেটে ড্রেনের সাথে সংযুক্ত হয়ে গেছে। ফলে কেঁচোর প্রবেশের পাশাপাশি ময়লা আর্বজনা প্রবেশ করছে। যা অনেকের বাসার পানিতে পাওয়া গেছে।
পানি বিশেষজ্ঞের মতে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং পানি স্বাভাবিক নিয়মে না বাড়ার কারণে নিরাপদ পানি পাওয়া আগামীতে আরও বিরল হয়ে যাবে। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সুপেয় পানির নিশ্চয়তা।
পানি বিশেষজ্ঞদের মতে যথাযথ তদারকীর অভাবে নলকূপ বসানোর কারণে পৌর লোহ পানি দূরীকরণ প্রকল্পের এ দৈণ্যদশা বিরাজ করছে।
এব্যাপারে ভারপ্রাপ্ত পৌর মেয়র পিয়ারা বেগমের সাথে যোগাযোগ করা হলে জানান, উল্লেখিত বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়গুলোর ব্যাপারে অতি শ্রীঘই পদক্ষেপ নেবেন।