বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাকুল শাহরিয়ার চৌধুরী পিপলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা……রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
সোমবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি।
বাহুবল সদর ইউনিয়নের আলাপুর গ্রামের বাসিন্দা। তিনি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখেগেছেন।
বাহুবল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া নিহতের বিষয়টি করাঙ্গীনিউজকে সেলফোনে জানিয়েছেন।
তিনি জানান, শাহরিয়ার চৌধুরী পিপলু দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগছিলেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়ীতে শারীরিক অবস্থার অবনতি হলে হবিগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজবাড়ীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া প্রেরিত এক বার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।