মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ মাধবপুর শাখার উদ্যোগে সোমবার দুপুরে বিভিন্ন প্রজাতির ৩ শতাধিক ফলদ ও ভেষজ গাছের চারা লাগানো ও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফলদ ও ভেষজ গাছের চারা রোপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল হক, সহকারী কৃষি কর্মকর্তা হৃষিকেশ ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক ফয়জুল হক, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মাধবপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফরহাদ, বিনিয়োগ কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, ক্রীড়া সংস্থার সেক্রেটারী মুক্তিযোদ্ধা সুকোমল রায়, মাধবপুর পৌরসভার সচিব মোঃ ফারুক, শিক্ষক জুনায়েদ আহম্মেদ লস্কর প্রমুখ।