বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী উপলক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সমাপনী ও মূল্যায়ন সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিধি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সুহেল আহমদ চৌধুরী। এবারের মৎস্য সপ্তাহের শ্লোগান ছিল ‘সাগর-নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী নূর আহমদ। বক্তব্য রাখেন সফল মৎস্য চাষী আবদুল জলিল জালাল, শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ।
অলোচনা সভা শেষে উপজেলার শ্রেস্ট মৎস্যচাষী হিসেবে শফিকুল ইসলামকে, শ্রেস্ট রেণুচাষী হিসেবে আবদুল জলিল জালালকে ও তেলাফিয়া মাছ চাষে শ্রেস্ট হিসেবে ফখর উদ্দিন রাজীকে পুরস্কার প্রদান করা হয়।