বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের দায়েরকৃত মামলায় গতকাল সোমবার ছাত্রদলের ৬ নেতা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তিন জনের জামিন মঞ্জুর করলেও তিনজনকে জেল হাজতে পাঠানোর নিদের্শ দেন। সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজেষ্ট্রিট নাজমুল হোসেন চৌধুরীর আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তিনজনের জামিন মঞ্জুর করে বাকি তিনজনকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবি সুহেল আহমদ। তিনি বলেন,সংর্ঘষের ঘটনায় মামলায় ৬ আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তিনজনের জামিন মঞ্জুর করেন ও বাকি তিনজনকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
জেল হাজতে প্রেরণকৃতরা হলেন-উপজেলা ছাত্রদলের বিদ্রোহী গ্রপের আহবায়ক শাহ আমিরউদ্দিন, সদস্য ওয়াশিম, শাহ নিজামউদ্দিন।
জামিনপ্রাপ্তরা হলেন-ছাত্রদল নেতা আবদুস শহিদ, আক্তার হোসেন রানা, ইসলামউদ্দিন।
প্রসঙ্গত, চলিত বছরের ৩ জানুয়ারী বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়।