মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিজনগর গ্রাম থেকে ১১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৪আগস্ট) রাত পৌনে ১১টায় নিজনগর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ মদের বোতলগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নিজনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ১১৬ বোতল মদ ফেলে পালিয়ে যান।
উদ্ধার হওয়া মদের সরকারি মূল্য ১ লাখ ৭৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।