জুয়েল চৌধুরী/এনামুল হক সায়েম, হবিগঞ্জঃ হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তরা ওই প্রতিষ্ঠানের মালিককে উপর্যুপুরি ছুরিকাঘাত করে রক্তাক্ত করেছে।
এরকম তারা আরো কয়েকবার ঘটিয়েছে। এরপরও দুর্বৃত্তদের বিরুদ্ধে ওই পরিবারটি ব্যবস্থা নিতে পারছে না। তাদের ভয়ে ওই এলাকার মৃত গিরেন্দ্র দেবের পুত্র উত্তম দেব (২৫) ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছে। উত্তমের এখন জীবন সংকটাপন্ন।
বুধবার ১১ টায় এ ঘটনা ঘটে। এদিকে এর প্রতিবাদে ওই এলাকার বনিক সমিতির সদস্যরা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দোকানপাঠ বন্ধ করে রাস্তায় অবরোধ করে। এসময় বগলা বাজার ৪ পয়েন্ট সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে চেম্বার সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম ও সদর থানার এসআই ছানা উল্লার নেতৃত্বে একদল পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
আহত উত্তম দেব জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানিক মিয়ার পুত্র শামীম ও তার ভাই লিটনসহ একদল দুর্বৃত্ত তার নিকট চাঁদা দাবী করে আসছে। না দেয়ায় বেশ কয়েকবার তার উপর হামলাসহ দোকান পাঠ ভাংচুর করে।
বুধবার ওই সময় তারা ধারালো অস্ত্র নিয়ে দোকানে এসে চাঁদা দাবী করে। এতে সে অস্বীকার করলে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে দোকানের টাকা ও মালামাল নিয়ে যায়। উত্তমের চিৎকারে ব্যবসায়ীরা এগিয়ে এলে দুর্বুত্তরা পালিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা উত্তমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বিদায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। তার আর্থিক অবস্থা শোচনীয় হওয়ায় তাকে সিলেট নেয়া হয়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক। এব্যপারে ওসি মোঃ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।