মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মিথ্যা বিয়ের আশ্বাস দিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক ও তার ভাইকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৫ আগষ্ট) সন্ধ্যায় মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জহিরুল ইসলাম উপজেলার সম্পদপুর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রেনু মিয়া (২৫) ও তার ভাই মনছর মিয়াকে (২৭) গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের দুলাল মিয়ার মেয়ে হাছেনা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে একই গ্রামের প্রভাবশালী নজব আলীর ছেলে রেনু মিয়া। সম্পর্কের এক পর্যায়ে রেনু মিয়া বিয়ের আশ্বাস দিয়ে ওই যুবতীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
এক পর্যায়ে হাছেনা গর্ভবতী হয়ে পড়লে তাকে ঘরে তুলে নেয়ার জন্য রেনুকে চাপ দিতে থাকে। রেনু বিভিন্ন অজুহাতে তা এড়িয়ে যায়।
পরবর্তীতে হাছেনার পরিবার রেনু মিয়ার অভিভাবকদের কাছে বিষয়টি জানিয়ে হাছেনাকে ঘরে তুলে নেয়ার জন্য অনুরোধ করলে প্রভাবশালী আজব আলী ও তার লোকজন তাদেরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
ফলে হাছেনা বাদী হয়ে গত ১২ জুলাই থানায় একটি মামলা দায়ের করে। এদিকে গত ১৬ মে রাতে হাছেনা এক পুত্র সন্তানের জন্ম দেয়। জন্মের প্রায় ১ মাস ৪ দিন পর শিশুটি মারা যায়।