বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে খিরাজ মিয়া (৪৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
হত্যা না আত্মহত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। সে ওই গ্রামের মৃত আমরু মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার(৫আগস্ট) খিরাজ মিয়া রাতের খাওয়া ধাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। গভীররাতে পরিবারের জনৈক সদস্য প্রকৃতির ডাকে বের হতে গিয়ে দেখতে পান পার্শ্ববর্তী অর্জুন কাছের ডালে খিরাজের দেহ ঝুলে আছে। এসময় তিনি চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে বাহুবল থানায় খবর দিলে এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়ানতদন্ত শেষে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে।
পুলিশ জানায় পোষ্ট মর্টেম রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। খিরাজের ৪ মেয়ে দুই ছেলে রয়েছে বলে জানা গেছে।