শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের মিঠাপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দেয়ায় প্রবাসীর স্ত্রীকে ডাকাতরা কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৬ আগষ্ট) দিবাগত রাত ১ টায়।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের দুবাই প্রবাসী মোঃ আলীর বাড়িতে একদল মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা ঘরের আসবাব পত্র তছনছ করে দুই ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে।
এ সময় ওই প্রবাসীর স্ত্রী মোছাঃ লাকী আক্তার বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে।
আহত অবস্থায় রাত দেড় টায় ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়।