মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে অপহৃতা যুবতীকে অপহরণকারীর চাচা’র বাড়ী থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৭ আগষ্ট) দিবাগত রাত প্রায় ১১টার দিকে থানার এস আই সামস-ই-তাব্রীজ বাঘাসুরা গ্রামের রহমত আলীর বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী খসরু ও অন্যান্যরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা গ্রামের সড়ক বাজার এলাকার শাহ আলমের যুবতী মেয়ে শাহিনা আক্তার (১৮)’র উপর লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের মৃত আশু মিয়ার ছেলে খসরু মিয়ার। খসরু সুযোগ খুজতে থাকে শাহেনার সাথে সম্পর্ক স্থাপনের।
গত বুধবার শাহিনার বাবা-মা বাড়ীতে না থাকার সুযোগে খসরু মিয়া সন্ধ্যায় শাহিনার বাড়ীতে গিয়ে ফুসলিয়ে তার চাচা একই গ্রামের রহমত আলীর বাড়ীতে নিয়ে যায়। এদিকে, শাহিনার বাবা-মা বাড়ীতে এসে মেয়েকে না পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করেন। অনেক খোজাখুজি করে না পেয়ে শুক্রবার বিকালে শাহিনার পিতা শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর রাতেই গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সামস-ই-তাব্রীজ অপহণকারীর চাচা রহমত আলীর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী খসরু ও অন্যান্যরা পালিয়ে যায়। শাহিনার পরিবারের অভিযোগ অপহৃরণকারীরা তাকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষন করেছে।
এ ব্যাপারে এসআই সামস-ই-তাব্রীজ জানান, শাহিনা ধর্ষিতা হয়েছে কি না আজ শনিবার ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।