বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালী জাতির সিংহ পুরুষ। সর্বকালের সর্বশ্রেস্ট বাঙালী। বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা না করা হলে বাংলাদেশ অনেক পূর্বেই বিশ্বের অন্যতম একটি উন্নত রাস্ট্রে পরিণত হত। বাঙালী জাতিও হতে স্বনির্ভরশীল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের সকল ক্ষেত্রের উন্নয়ন সাধিত করছে সততা ও নিষ্ঠার সাথে।
তিনি শুক্রবার সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিতাব আলী ও সভাশেষে দোয়া পরিচালনা করেন মাওঃ আবদুল জলিল চৌধুরী।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শামছুল ইসলাম মিলন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আজির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাফর ইকবাল জুনেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, প্রচার সম্পাদক নিখিল পাল, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, ত্রান ও দুর্যোগ সম্পাদক ফজলু মিয়া, আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল, আবদুল মতিন, সুলতান আহমদ, আব্দাল মিয়া মেম্বার, আপ্তাব আলী, মাসুক মিয়া, আবদুল খালিক, সইদুল ইসলাম, মতিউল ইসলাম, নজরুল ইসলাম, ছুবা মিয়া, আবদুল গৌছ, বাবুল মিয়া, নিশি পাল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক কাছা মিয়া মেম্বার, কৃষক লীগ নেতা আমরোজ আলী, মাহমুদ আলী, ফারুক মিয়া, মাসুক মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা আছকির আলী, আবদুর রউফ, তাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, সেলিম চৌধুরী, আমির আলী, হাবিবুর রহমান মিনু, সঞ্চিত আচার্য্য, তাজুল ইসলাম, বেলাল আহমদ, বাবুল মিয়া, মধু মিয়া, আঙ্গুর মিয়া, দবির মিয়া, রাসেল আহমদ, লিটন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, তৈমুছ আলী, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, ছাত্রলীগ নেতা ছালিক মিয়া, সায়মন আহমদ, মুজিব মিয়া, মাছুম আহমদ প্রমুখ।