হামিদুর রহমান,মাধবপুর থেকে: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা শনিবার মধ্যরাতে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার আবু হানিফের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর সীমান্তবর্তী এলাকায় একদল বিজিবি জোয়ান অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।