হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা রবিবার রাত ৮ টার দিকে ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ লোহাইদ গ্রামের দুধ মিয়ার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী নূরুল আমিন(৩০) কে আটক করেছে।
এসময় মাদক ব্যবসায়ী নূরুল আমিনের সঙ্গে থাকা পালিয়ে যাওয়া অন্য মাদক ব্যবসায়ীরা হল শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র জুলহাস মিয়া(৩২),একই ইউনিয়নের জামালপুর গ্রামের জিল্লু মিয়ার পুত্র লিটন মিয়া (২৬) এবং বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার বিন্নিঘাট গ্রামের ইয়াকুব আলীর পুত্র খুর্শেদ আলী (৩৫) ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্ত্বিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জগদীশপুর-হরষপুর ভান্ডুরোয়া ব্রীজের উপর অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নূরুল আমিনকে আটক করেছে।
এ বিষয়ে বিজিবি মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার হাবিবুর রহমান বাদী হয়ে উল্লেখিত ৪ জন মাদক ব্যবসায়ীর বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করেছেন।