বিশ্বনাথ প্রতিনিধি : এইচএসসি পরীক্ষায় সিলেটের বিশ্বনাথে তিনটি কলেজের মধ্যে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। বিশ্বনাথ ডিগ্রী কলেজ, রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ ও উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজে হাতে গুনা শিক্ষার্থী ছিল জিপিএ-৫ পাওয়ার মত। কিন্তু এদের মধ্যে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এনিয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে হতাশা।
সচেতন অনেকের প্রাথমিক বিশ্লেষনে করে বলেন, মফস্বল কলেজ গুলো ফলাফলে বৈষম্য হচ্চে বলে তারা ধারনা করছেন। তারা বলেন, মফস্বলের কলেজে অনেক মেধাবী ছাত্র/ছাত্রী আছে।
বিশ্বনাথ ডিগ্রী কলেজ থেকে এবছর ৫৮০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৯৪ জন পাস করেছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জন, বানিজ্য বিভাগে ৩৩ জন ও মানবিক বিভাগ থেকে ২১০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৫০.৮৯% রাগীব-রাবেয়া ডিগ্রী কলেজ থেকে ৩০৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১৮৩ জন পাস করেছে। তার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৫ জন, মানবিক বিভাগ থেকে ১২০ জন ও বানিজ্য বিভাগ থেকে ৩৪ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৬১%।
উত্তর বিশ্বনাথ আমজদ আলী কলেজ থেকে১৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে ৯৯ জন পাস করেছে। তার মধ্যে মানবিক বিভাগ থেকে ৭৯ জন ও বানিজ্য বিভাগ থেকে ২০ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৭১.৭৪%।