নিজস্ব প্রতিনিধি :আইয়ূব আলী হত্যা মামলার অন্যতম আসামী শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেক মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার(০৯আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৯ শ্রীমঙ্গলের একটি দল তাকে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডস্থ মদিনা সুপার মার্কেট এলাকা থেকে গ্রেফতার করে।
হবিগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৭ জুন দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকায় ১০ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এরমধ্যে আইয়ূব আলী গুরুতর হলে তাকে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুন আইয়ূব আলীর মৃত্যু হয়। এ ঘটনার পর শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেক মিয়াসহ ৫০/৬০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর অধিকাংশ আসামীরা আত্মগোপন করে।
উল্লেখ্য, সোমবার দুপুরে তাকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৌশিক আহমেদ খোন্দকারের আদালতে হাজির করা হয়। আদালতে ছালেক মিয়ার জামিন প্রার্থনা করা হলে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।