আজিজুল হক নাসির,চুনারুঘাট প্রতিনিধি : সিলেট শিক্ষা বোর্ডের অধিনে অনুষ্ঠিতব্য এইচ এস সি পরিক্ষার গত ০৯/০৮/২০১৫ইং এর ফলাফলে মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে হবিগঞ্জের চুনারুঘাট আমুরোড হাই স্কুল এন্ড কলেজের দরিদ্র পরিবারের ছাত্রী সুলতানা আক্তার বিউটি।
তার বাড়ি চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামে,পিতার নামঃ-মোঃআইয়ুব আলী মাতার নামঃ- মোছাঃ পারুল আক্তার,রোল নং ঃ-৩২১৯৬০রেজি নং ঃ-১০১৬২৩৭৬১৩।
বর্গা চাষী আইয়ুব আলীর মেয়ে বিউটির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ শিক্ষক হতে চায় বলে জানায়।
বিউটির স্বপ্নকে বাস্তবায়ন প্রসঙ্গে তার বাবা আইয়ুব আলী কে প্রশ্ন করলে তিনি কেঁদে ফেলে দৈনিক শায়েস্তাগঞ্জ কে বলেন,সব বাবারাই চাই তার সন্তানের স্বপ্ন পুরণ করতে এমন সাধ আমার্ও রয়েছে কিন্তু তার লেখা পড়া চালিয়ে যাওয়াটা মোটেও আমার একক ভাবে সম্ভব নয় তবে,সমাজের বিত্তবানদের সহযোগীতা পেলে আমি আমার মেয়েকে গন্তব্যে পৌঁছার আপ্রাণ চেষ্টা করব।