ডেস্ক : সাফল্যের সঙ্গে এইচএসসির বৈতরণী পার হলেন এ প্রজন্মের তিন সংগীতশিল্পী পড়শী, স্মরণ ও ঐশী।
এদের মধ্যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন পড়শী। ব্যবসায় শিক্ষা বিভাগের তিনি পেয়েছেন জিপিএ ৪.৬৭।
একই কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেন স্মরণ। তিনি পেয়েছেন জিপিএ ৫।
পড়শী এবং স্মরণ দুজনই ‘ক্ষুদে গানরাজ’ থেকে আসা।
আর নিজের প্রথম একক ‘ঐশী এক্সপ্রেস’ দিয়ে আলোচনায় আসা গায়িকা ঐশী পরীক্ষা দিয়েছেন নোয়াখালী সরকারি কলেজ থেকে। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থীও পেয়েছেন জিপিএ ৫।
পড়শী বলেন, ‘গানের কারণে পড়াশোনায় সেভাবে সময় দিতে পারিনি। তার পরও এই ফলাফলে আমি সন্তুষ্ট।’
ঐশী বলেন, ‘এসএসসির মতো এইচএসসিতেও জিপিএ ৫ পাওয়ার স্বপ্ন ছিল। রেজাল্টের আগে খুব টেনশনে ছিলাম। রেজাল্ট শোনার পর থেকে খুব খুশি লাগছে।’
এদিকে একটি শোতে অংশ নিতে স্মরণ এখন সিঙ্গাপুর রয়েছেন। আজই তার দেশে ফেরার কথা।