অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের আর্ন্তজাতিক বিমানবন্দরের কাছে আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। সোমাবার মধ্যাহ্নেভোজের সময় বিমানবন্দরের প্রবেশ পথের কাছে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা চার জানানো হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
কাবুলের পুলিশ প্রধান সাইয়েদ গুল আঘা রৌহানি বলেন, ‘ কাবুল বিমানবন্দরের প্রথম চেক পয়েন্টে এ হামলার ঘটনা ঘটেছে।’
কাবুলের গোয়েন্দা প্রধান ফ্রাইদুন ওবাইদি জানান, আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, শনিবার রাতে কুন্দুজ প্রদেশে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছে। জঙ্গিগোষ্ঠী তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এর আগে শুক্রবার রাজধানী কাবুলে সেনাবাহিনী, পুলিশ ও ন্যাটো বাহিনীর ওপর শুক্রবার দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৫০ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এক বছরের মধ্যে দেশটিতে এটি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর হামলা। এসব হামলার মধ্যে তালেবান দুটি হামলার দায় স্বীকার করেছে।