চুনারুঘাট প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাটে যৌতুকলোভী পাষন্ড স্বামী পরশ আলী কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে স্ত্রী গুলবাহার (২৫) কে।
মঙ্গলবার ভোরে মানুষের অগোছরে উপজেলা নরপতি গ্রামের আঃ মজিদের ছেলে পরশ আলী তার স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। গুরুত্বর আহত অবস্থায় গুলবাহার (২৫) কে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গুলবাহার কান্না জড়িত কন্ঠে জানান- দীর্ঘদিন ধরে তার স্বামী পরশ আলী তার বাবার বাড়ির স্বত্ত বিক্রি করে নতুবা ঐ সম্পত্তি পরশ আলীর নামে দলিল করে দেওয়ার চাপ সৃষ্টি করে এবং বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে।
এরই যের ধরে গতকাল মঙ্গলবার ভোরে কাঠ মিস্ত্রির বাইশা দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, গত ৩/৪ বছর পুর্বে চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকার আঃ কদ্দুছের ছোট বোন গুলবাহারকে নরপতি গ্রামের আঃ মজিদের ছেলে পরশ আলীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পরশ যৌতুকের জন্য গুলবাহারকে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে ।