নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গণধর্ষন মামলার আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, সদর উপজেলার চান্দপুর গ্রামের আনছার আলীর ছেলে শিপন (৩০) প্রায় ৩ বছর পূর্বে স্থানীয় জনৈক এক হিন্দু যুবতীকে ধরে কয়েকজন সঙ্গী নিয়ে গণধর্ষন করে।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে সে পালিয়ে যায়। গতকাল সোমবার ভোরে তাকে সুরাবই এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার ভাই মন্টু কসাই (৩৮) একাধিক ডাকাতি মামলার আসামী। সে প্রায় ৭ বছর ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
তাকে একই দিন সুতাং হাওর থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে একটি মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী আনোয়ার আলী (৪৫)কে নছরতপুর রেল গেইট থেকে গ্রেফতার করা হয়েছে।