হামিদুর রহমান,মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’ দল পরিবহন শ্রমিকের মধ্যে সংঘর্ষে পরিবহণ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার বিকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসষ্টান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোকন মিয়া(২৮), সাদ্দাম (২৫), সৈয়দ মিয়া (৩২), আহাদ মিয়া (২০), ফজর আলী (৩৬), সিদ্দিক আলী (৩২), ইদ্রিস মিয়া (৩৫), সাদ্দাম (২০) , শ্রীচরণ (২৮) সহ কমপক্ষে ১৫ জন আহত হয়। এরমধ্যে শ্রীচরণ ও খোকন মিয়াকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানা গেছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশ পরিবহন অটোটেম্পু শ্রমিকলীগের নেতারা মাধবপুরে বিভিন্ন রাস্তায় চলাচলকারী টেম্পু অটোরিক্সায় নিয়ন্ত্রন নিতে গেলে মাধবপুর বেবী টেম্পু অটোরিক্সা শ্রমিক সমবায় সমিতির লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এ নিয়ে গত কয়েকদিন আগে শ্রমিকদের মধ্যে একদফা সংঘর্ষের ঘটনা ঘটে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে বিরোধের বিষয়টি সাময়িক নিষ্পত্তি হলেও এ নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে চাপা উত্তেজনা চলছিল। এর জের ধরে সোমবার বিকেলে হঠাৎ পরিবহন শ্রমিকলীগের লোকজন ও টেম্পু শ্রমিক সমবায় সমিতির লোকজন লাঠি সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আন্।ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পুলিশ যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সর্তক রয়েছে।