কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে মেয়র জি কে গউছের নাম অন্তর্ভূক্তি করায় জেলা বিএনপির জরুরি পরামর্শ সভা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছকে সম্পৃক্ত করে কিবরিয়া হত্যা মামলার চার্জশীট দেয়ায় জেলা বিএনপির এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দলের অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট খালিকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহফুজ আলী খান, অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মনজুর উদ্দিন শাহীন, এম এ মন্নাফ, গোলাম মোস্তফা রফিক, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, এম ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সরদার মোঃ আইয়ুব আলী পোদ্দার, হাজী এনামুল হক, আব্বাস উদ্দিন, অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, অ্যাডভোকেট এস এম আলী আজগর, নুরুল আনাম খান টিপু, মখলিছ উর রহমান তালুকদার, আজিজুর রহমান কাজল, মাহবুবুর রহমান আওয়াল, মোঃ জমরুত আলী, গোলাম মওলা, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সৈয়দ রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট মুদ্দত আহমেদ, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হাই, গোলাম ফারুক, ফজলুর রহমান লেবু, গীরেন্ড চন্দ্র রায়, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমূখ।
সভায় সিদ্ধান্ত হয়- আগামী ৭ ডিসেম্বর জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিল, ৮ ডিসেম্বর মহিলা দলের, ৯ ডিসেম্বর জেলা জাসাদের, ১০ ডিসেম্বর জেলা শ্রমিক দলের, ১১ ডিসেম্বর জাসাসের, ১২ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ, ১৩ ডিসেম্বর জেলা মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ১৪ ডিসেম্বর জেলা তারেক পরিষদ, ১৫ ডিসেম্বর জেলা কৃষক দল, ১৭ ডিসেম্বর জেলা যুবদল, ১৮ ডিসেম্বর জেলা ওলামা দলের বিক্ষোভ সমাবেশ ও ২০ ডিসেম্বর পৌরসভা মাঠে জেলা বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রত্যেক থানা এবং পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন শাহ আলম চৌধুরী মিন্টু, ক্বারী কবির হোসেন, মাওলানা কাশেম বিল্লাহ নোমান, ফারুক আহমেদ, নুরুল হক টিপু, জালাল আহমেদ, মফিজুর রহমান বাচ্চু, লাভলী সুলতানা, সাইদুর রহমান টিপু, অ্যাডভোকেট আব্দুল কাদির, অ্যাডভোকেট গুলজার আহমেদ, আলাউদ্দিন ফারুক, অ্যাডভোকেট জসিম উদ্দিন, জাহেদুল আলম জাক্কু, শাহ মশিউর রহমান কামাল, মহসিন সিকদার, এমদাদুল হক ইমরান, কুতুব উদ্দিন শামীম, সালাউদ্দিন আহমেদ টিটু, জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি