নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক সাবিনা আলম।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম। মঙ্গলবার(১১ই আগষ্ট) বেলা ১১.০০টায় ঐতিহাসিক মুক্তিযোদ্ধের প্রথম স্বাক্ষী তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিসৌধ পরিদর্শন শেষে ১২.৩০ মিনিটে শাহজাহানপুর ইউনিয় পরিষদে আসেন।
এসময় উসমানী স্বর্ণ পদক প্রাপ্ত ও জেলার শ্রেষ্ট চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন চৌধুরী ও ইউ/পি সদস্যগন নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার,মহিলা মেম্বারদের মতবিনিময় করেন।
বাল্য বিবাহ,যৌতুক,সামাজিক বিশৃংখলা,মানব পাচার সব কিছু সবাই মিলে শেয়ার করে সমাধান করার অনুরোধ জানান । ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এসে তিনি সব কিছুর খোঁজ খবর নেন। এ সময় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিষ্ণু সরকারকে বিভিন্ন বিষয়ে অবগত করেন এবং তিনি উদ্যোক্তার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন । পরে তিনি শাহাজানপুর উচ্চ বিদ্যালয় পরিদশর্নে যাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মোঃ মিজানুর রহমান সহ বিদ্যালয়ের শিকক্ষ মন্ডলী নবাগত জেলা প্রশাসক সাবিনা আলমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।