সিলেট: চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সিলেট থেকে দেশের বিভিন্ন রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করছে জেলা বাস মালিক সমিতি।
বুধবার সকালে শুরু হওয়া এ ধর্মঘটে সিলেট থেকে দেশের কোন রুটে বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছেন জেলা বাস মালিক সমিতির নেতারা।
সিলেট আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমেদ জানান, সোমবার সায়েদাবাদ টার্মিনালে গাড়ি ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদের পিটুনিতে সিলেটগামী শ্যামলী পরিবহনের চালক বাবুল দেবনাথের মৃত্যু হয়। এ ঘটনার প্রতিবাদে বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, পরিবহন ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকে কোথাও কোন অপ্রীুতকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকার সঙ্গে সিলেটের বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য রুটে চলাচল করছে বলে দাবি করেন তিনি।
ঘটনার পর গ্রেপ্তার হওয়া চার জনকে আসামি করে নিহতের স্ত্রী রীমা দে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে যাত্রাবাড়ী থানার এসআই ইমরানুল ইসলাম জানিয়েছেন।