সৌদিআরব প্রতিনিধি : সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হামিদ উল্লাহ (৩১) নামে একজন বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার রাতে মদিনা এয়ারপোর্টের কাছে নিজের গাড়ি চালিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী মোওয়াসাত স্পেশালাইজড হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
খবর নিয়ে জানাযায়, নিহত হামিদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা মিয়াপাড়া গ্রামের সৌদি প্রবাসী আলহাজ মোস্তাফিজুর রহমানের ছেলে।মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামালের ছোট ভাই তিনি।
হামিদ উল্লাহ গত ১৫ বছর ধরে সৌদি আরবে রয়েছেন। মদিনা শরীফের কাছাকাছি এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।