চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটে অপহরণের ৪ মাস পর দুলাভাইসহ অপহৃতা শ্যালিকাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের গবিন্দপুর গ্রামের আনোয়ার আলীর কন্যা সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী রাজিয়া খাতুনের (১৪) উপর কুনজর পড়ে দুলাভাই তাজুল মিয়া ওরফে আক্কাছের (২৫)।
এক পর্যায়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সুবাধে গত ৩১ মার্চ স্কুল থেকে শ্যালিকাকে নিয়ে দুলাভাই আক্কাছ অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। নির্ধারিত সময় পেড়িয়ে গেলেও রাজিয়া স্কুল থেকে বাড়ি না ফেরায় পিতা আনোয়ার আলী বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুজি করেন।
কোথাও মেয়ের সন্ধান না পেয়ে গত ৯ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুনারুঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তাজুল ইসলাম আক্কাছসহ অজ্ঞাতদের আসামী করা হয়। অপহরণের পর থেকে প্রায় ৪ মাস শ্যালিকা-দুলাভাই পালিয়ে বেড়াচ্ছিল।
দীর্ঘ ৪ মাস আত্মগোপনে থাকার পর পুলিশ মোবাইল কল লিস্টের সূত্র ধরে গত সোমবার রাত ২টায় ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর গ্রাম থেকে ঘুমন্ত অবস্থায় তাদের আটক করে। পরে চুনারুঘাট থানার দারোগা আবু আব্দুল্লাহ জাহিদ তাদের চুনারুঘাট থানায় নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৯ বছর পূর্বে মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে তাজুল ইসলামের সাথে গবিন্দপুর গ্রামের আনোয়ার আলীর মেয়ে সাফিয়া খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের ৯ বছরে তাদের সংসারে ৬ বছরের একটি ছেলেসহ ৩টি সন্তান রয়েছে।
এরই মধ্যে সপ্তম শ্রেণীতে পড়–য়া শ্যালিকা রাজিয়ার উপর কু-দৃষ্টি পড়ে দুলাভাই আক্কাছের। বিভিন্ন কৌশলে সে শ্যালিকার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। থানায় আটক তাজুল ও রাজিয়া জানায়, তাদের বিয়ে হয়েছে। গতকাল দুপুরে উভয়কে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত রাজিয়াকে মায়ের জিম্মায় এবং তাজুলকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।