হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকায় এক বাস চালককে হত্যার প্রতিবাদে হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট পালন করছে জেলা মটর মালিক গ্রুপ। বুধবার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ধর্মঘটের ফলে সকাল থেকে সিলেটের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন সিলেটগামী যাত্রীরা।
হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় জানান, রাজধানীর সায়দাবাদে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়। তাদের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, সোমবার রাজধানীর সায়েদাবাদে গাড়ি ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদের মারধরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের চালক বাবুল দেবনাথের মৃত্যু হয়।