নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মিয়া নামে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার দাসপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বুধবার দুপুরে বাড়িতে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।