বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: সায়েদাবাদে বাস চালক হত্যাকাণ্ডের দায়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার এক যুবককে আটক করেছে পুলিশ।
সে বাহুবল উপজেলার নন্দনপুর এলাকার শাহজাহান মিয়ার ছেলে কামরুল ইসলাম শাকিল (২৬)।
কামরুল ঐ বাসের যাত্রী ছিল বলে জানা গেছে।
প্রসঙ্গত, সোমবার রাত ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস ছাড়তে দেরি হওয়ায় সায়েদাবাদের জনপদ মোড়ে কয়েকজন যাত্রীর পিটুনিতে আহত হন চালক বাবুল চন্দ্র দে শিবু (৪০)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঐ ঘটনার পর বাস থেকে কামরুল সহ ৪ যাত্রীকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জের স্থাণীয় সাংবাদিক আকলাখ আহমেদ প্রিয় কামরুলের বাড়ী বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনার প্রতিবাদে ঢাকা-সিলেট রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া তাদের এ ধর্মঘট সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন।