হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নদীতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার নাজিরপুরে সুতাং নদী থেকে বুধবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃতরা হল- ওই গ্রামের ভানু সরকারের মেয়ে রূপালী (৩) ও তার চাচাতো বোন গৌরাঙ্গ সরকারের মেয়ে প্রিয়াংকা সরকার (৩)।
স্বজনরা জানান, তারা দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল। কোনো এক সময় দুই বোন বাড়ির পার্শ্ববর্তী সুতাং নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের নদীতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।