হামিদুর রহমান,মাধবপুর থেকে ঃ
হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিজিবি তেলিয়াপাড়া বিওপির নায়েব সুবেদার আব্দুস সবুরের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান মাধবপুর উপজেলা সুরমা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। তিনি আরও জানান, একই দিন রাত সাড়ে ৭ টার দিকে চুনারুঘাট ছিমটিবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার রাই মোহন সিংহের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান চুনারুঘাট উপজেলার চনবাড়ী চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। বিজিবির পৃথক অভিযানে আটক মদের মূল্য নিধারর্ণ করা হয়েছে ৫৭ হাজার টাকা। বিজিবি সদস্যদের অভিযানের টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।