শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকার নছরতপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল হামিদ তালুকদার আর নেই।
শুক্রবার বেলা ৩টা ১৫ মিনিটে ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৫ মেয়ে নাতী নাতনী বন্ধু-বান্ধব আত্নীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাগী রেখে গেছেন।
শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কামরুল হোসেন ও হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফখরুল হামিদের পিতা মরহুম আবদুল হামিদ।
মরহুম আব্দুল হামিদ হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও স্থাণীয় ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।
আগামীকাল শনিবার (১৫ আগষ্ট) বেলা আড়াইটায় শরিফাবাদ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে।
শোক:
বিশিস্ট মুরুব্বী আব্দুল হামিদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবার।
এবং মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা ও শোক প্রকাশ করেছেন দৈনিক শায়েস্তাগঞ্জ পরিবার ।