হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়ধর গ্রাম থেকে রজব আলী (৪৫) নামে এক গাঁজা সেবনকারীকে আটক করেছে পুলিশ।
এসময় তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আতর আলীর পুত্র।
শুক্রবার দুপুরে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার ঘর থেকে উল্লেখিত গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত রজব আলী জানায় সে গাঁজা সেবন করে। তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এদিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হর্কাস মার্কেট এলাকা থেকে নারী নির্যাতন মামলার আসামী সুজন মিয়া (২৫) কে আটক করেছে পুলিশ। সে বহুলা গ্রামের মৃত আব্দুল্লাহর পুত্র।
শুক্রবার দুপুরে সদর থানার এসআই কৌশিক খন্দকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায় আজ থেকে ৫ বছর পূর্বে পইল গ্রামের দিদার আলীর কন্যা রুবেনা খাতুন (২০) এর। তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে।
দাম্পত্য জীবনে তাদের মধ্যে মনোমালিণ্য সৃষ্টি হয়। রুবেনা আদালতে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করলে আদালত তার বিরুদ্ধে পরোয়ানা জারী করে। শুক্রবার তাকে আটক করে পুলিশ।