ডেস্ক : সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরে শূন্য হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। ২০১১ সালে প্রথম আসরে ছয় দলের মধ্যে চতুর্থ। আর ২০১৩ সালে দ্বিতীয় আসরে সাত দলের মধ্যে তৃতীয়, এই ছিল বাংলাদেশের সাফল্য। কিন্তু সেসব এখন অতীত!
ঐতিহাসিক এক বিজয়ে পাল্টে গেছে সব পরিসংখ্যান! সিলেটে অনুষ্ঠিত হওয়া সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে আফগানিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করেছে বাংলার দুরন্ত কিশোররা! সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে আফগানদের ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
আর এই অসাধারণ জয়ে প্রথমবারের মতো সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। রচিত হয়েছে নতুন ইতিহাস। বাংলাদেশের পক্ষে জয়সূচক গোল করে নিজেদের নাম ইতিহাসের পাতায় লিখিয়েছেন সিলেটের লোকাল হিরো সাদউদ্দিন। ম্যাচের ৫৪ মিনিটে গোলটি করেন তিনি।