মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ-রশিদপুর সড়কের বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। বিশ্বনাথ-জগনাথপুর উপজেলার অধিবাসীদের যাতাযাতের গুরুত্বপূর্ণ ব্যস্ততম সড়কের অবস্থা দেখলে যে কেউ ভয় পায়। জীবনের ঝুঁকি নিয়ে চলছেন এই দুই উপজেলার মানুষ এর পাশিপাশি ঝুঁকির মধ্যেই চলছে যানবাহন। সড়কটি ভাঙ্গতে ভাঙ্গতে বড় বড় গর্ত হয়েছে।গর্তের মধ্যে জমাট বেধে আছে পানি।
সরেজমিন বিশ্বনাথ-রশিদপুর সড়কে গিয়ে দেখা যায়, সড়কটির অনেক জায়গায় গর্ত সৃষ্টি হওয়ায় ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ সড়কে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে চলাচল করছেন যাত্রীরা। ফলে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারনকে।
সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত।
বিশ্বনাথ-জগন্নাথপুর উপজেলাবাসীর জনগুরুত্বপূর্ণ এ রাস্তা নিয়ে মহা-সমস্যায় থাকার পরও কর্তৃপক্ষ দিনের পর দিন রাস্তার এমন করুন দশা দেখেও না দেখার বান করে বসে আছেন। সম্প্রতি ওই সড়কটি সংস্কার কাজ করা হলে নিম্ম মানের কাজ হওয়ায় সড়কের বিভিন্ন জায়গা ভেঙে সৃষ্টি হয়েছে বড়বড় গর্ত এমটাই জানান এলাকাবাসী।
সড়কটিতে বড় বড় গর্ত থাকার পরও থেমে নেই এখনকার বাস, অটোরিক্সা,টেম্পু, রিসকা, লাইটেস, কার,জীপসহ সকল গাড়ীর চালকদের জীবনের চাকা। তারা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে জীবিকার তাগিতে বের হচ্ছেন গাড়ী নিয়ে। রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারনে গাড়ী রাস্তা দিয়ে চলাচলের ফলে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গাড়ী গুলোর যন্ত্রপাতি। এছাড়া এ সড়ক দিয়ে রোগী নিয়ে চলাচল করতে জনসাধারনকে পোহাতে হচ্ছে নানান দূর্ভোগ। করতে হচ্ছে অনেক হিসেব-নিকাশ।
অটোরিক্সা চালক আরব আলী বলেন, জীবিকার তাগিদে গাড়ি নিয়ে এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অনেক সময় গাড়ির চাকা গর্তে পড়ে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়।
ব্যবসায়ী বাবুল আহমদ বলেন, দুই উপজেলার যোগাযোগের একমাত্র একমাত্র সড়ক হচ্ছে এটি। মাঝে মধ্যে “চেপ দিয়ে লেপ দেওয়া”র কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেন এখানকার সওজের কর্তৃপক্ষে ও কনট্টাক্টরা। যার ফলে রাস্তার প্রকৃত অর্থে কোন সংস্কার হচ্ছেনা বরং সরকারের টাকা দিয়ে শুধু নিজেদের পকেটই গরম করছেন কর্তৃপক্ষ। তা না হলে রাস্তর উপর এত বড় বড় গর্তের সৃষ্টি হত না।